Saturday, October 20, 2018

61st JOTA-22nd JOTI Participate Registration & Certificate Bangladesh Scouts

61st JOTA-22nd JOTI, Bangladesh Scouts
Participate Registration & Certificate
জোটা-জোটি ২০১৮ এর অংশগ্রহণকারী স্কাউট এবং রোভার স্কাউটদের ব্যক্তিগত রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট এর নিয়ম-

বি দ্র-
১। সকল অংশগ্রহণকারীর ই-মেইল ঠিকানা (e-mail address) থাকা আবশ্যক। ই-মেইল ঠিকানা (e-mail address) না থাকলে আগেই খুলে নিতে হবে। এই ব্যাপারে সংশ্লিষ্ট স্টেশন অপারেটরগন সহায়তা করবেন।
২। এবার শুধু মাত্র একটি চ্যালেঞ্জ রয়েছে। “LIFE ON LAND” এই থিম এর উপর স্কাউটরা ছবি এবং রোভাররা পোস্টার (লিফলেট এর মত, জেমন-বেশি করে গাছ লাগান, যেখানে সেখানে ময়লা ফেলবেন না) অংকন করবে। এই ছবি/পোস্টার ইউনিট এ জোটা-জোটি এর সময় করা যেতে পারে বা আগে থেকে এঁকে নিয়ে আসা যাবে।
জোটা-জোটি ২০১৮ এর অংশগ্রহণকারী স্কাউট এবং রোভার স্কাউটদের ব্যাক্তিগত রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট এর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন-
• প্রথমে বাংলাদেশ স্কাউটস এর Website ( www.scouts.gov.bd ) প্রবেশ করুন।
• ডান পাশে জোটা-জোটি এর একটি আইকন দেখতে পাবেন।
• “বিস্তারিত” লিখার উপর ক্লিক করুন। একটি পেজ ওপেন হবে
• নিচের দিকে “রেজিস্ট্রেশনের জন্য এখানে ক্লিক করুন” এই লেখার উপর ক্লিক করুন। একটি পেজ ওপেন হবে।
• নাম লিখুন (সার্টিফিকেট এ যে নাম থাকবে)
• ইউনিট এর নাম লিখুন (সার্টিফিকেটে এই ইউনিট এর নাম থাকবে)
• ব্যক্তিগত মোবাইল নাম্বার দিন।
• ব্যক্তিগত ই-মেইল দিন।
• জেলা/উপজেলা সিলেক্ট করুন।
• আপনি স্কাউট হলে স্কাউট এবং রোভার হলে রোভার এ ক্লিক করুন।
• নিজে হাতে আঁকা ছবি(স্কাউট)/পোস্টার(রোভার) আপলোড করুন।
• submit এ ক্লিক করুন।
আপনার দেয়া ই-মেইল এ আপনার সার্টিফিকেট চলে যাবে।
এ সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমাকে মেসেজে যোগাযোগ করুন।Image may contain: textImage may contain: textImage may contain: text

No comments:

Post a Comment

ঘুরে আসুন আমাদের ফ্যাক্টরী প্রাণ মিল্ক জার্নি'র সাথে

ঘুরে আসুন আমাদের ফ্যাক্টরী প্রাণ মিল্ক জার্নি ' র সাথে প্যাকেটজাত দুধ কোনটি খাঁটি আর কোনটি না , তা অনেকের মনেই প্রশ্...